চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এজন্য যাবতীয় প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।
তিনি বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। চলতি মাসেই ফল প্রকাশের একাধিক তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় অনুমতির জন্য পাঠানো হয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন রয়েছে। সম্মতি পেলেই ফল প্রকাশ করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের টার্গেট ২৩ থেকে ৩০ ডিসেম্বর। তবে তারও আগে যদি সংশ্লিষ্ট কৃর্তৃক্ষের অনুমতি মিলে, তাহলে আমরা ফল প্রকাশ করতে প্রস্তুত আছি।’
গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়া হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষা হয়েছে শুধু শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।