বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে চার এমওইউ সই হবে

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ১৯:১৭

প্রধানমন্ত্রীর সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

মুজিব চিরন্তন পালিত হয় চলতি বছরের ১৭-২৬ মার্চ। ওই সময়টায় মালদ্বীপের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন। সেই সফরকালে প্রধানমন্ত্রীকে তিনি মালে সফরের আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর বিশেষ বিমানে মালে যাবেন। ২৪ ডিসেম্বর তার সরকারি সফর শেষ হবে। এই সফরে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর এই সফরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক সই হতে পারে।

আব্দুল মোমেন বলেন, ‘মালদ্বীপের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বাংলাদেশ সফরের সময় কানেক্টিভিটি নিয়ে কথা হয়েছিল। এর মধ্যে বিমানে কানেক্টিভিটির অংশ হিসেবে ফ্লাইট শুরু করেছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস। বাংলাদেশ বিমানও দ্রুতই ফ্লাইট শুরু করবে।

‘অন্যদিকে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় জাহাজ চলাচল চুক্তিসংক্রান্ত কাজ শেষ করতে পারেনি। তাই এই সফরে জাহাজ চলাচল চুক্তিটি হচ্ছে না। তবে এটা হবে। মোটামুটি ফাইনাল। আর করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পিটিএও শেষ করতে পারেনি ওরা। ওদের বাণিজ্যমন্ত্রী ঢাকায় এসে এ চুক্তিতে স্বাক্ষর করবেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘করোনার কারণে মালদ্বীপে নতুন করে শ্রমিক নেয়া বন্ধ রয়েছে। এ সময়টায় তারা অবৈধদের নিবন্ধিত করে বৈধতা দিচ্ছে। মালদ্বীপ নতুন করে ৬০টি দ্বীপে পর্যটন কেন্দ্র তৈরি করবে। তখন তারা বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে।

‘মালেকে ১৩টি সামরিক যান উপহার হিসেবে দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রী এগুলো হস্তান্তর করবেন। আর মালদ্বীপ বাংলাদেশ থেকে বালুমাটি আমদানির যে চাহিদা দিয়েছিল, তা আমরা পূরণ করতে পারিনি।’

এ বিভাগের আরো খবর