ঠান্ডা-জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিটি স্ক্যান করা হয়েছে।
নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার রাতে তার সিটি স্ক্যান করা হয় বলে জানিয়েছেন ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান।
বিএসএমএমইউর বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান আতিকুর শনিবার দুপুর ১২টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন। তিনি চাইলেই বাসায় যেতে পারবেন। পরীক্ষা-নিরীক্ষা একটি চলমান প্রক্রিয়া। গতকাল উনার সিটি স্ক্যান করা হয়েছে।’
মেডিক্যাল বোর্ডের এ চিকিৎসক বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে মেডিক্যাল বোর্ডের ১০ সদস্য নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। নতুন করে রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে উনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দোয়া করবেন, উনি যাতে দ্রুত বাসায় ফিরতে পারেন।’
তিনি আরও বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী যেকোনো সময় বাসায় যেতে পারবেন ওবায়দুল কাদের, কিন্তু দলের পক্ষ থেকে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি কবে উনি বাসায় ফিরবেন।
‘রুটিনমাফিক খাওয়া-দাওয়া করছেন; হাসপাতালের কেবিনের মধ্যে একটু চলাফেরা করছেন। বুকে ব্যথা, কিডনি সমস্যা, ডায়াবেটিস অনেকটাই নরমাল। ঠান্ডাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেটা ভালো।’
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বেলা ১১টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি সত্যিই আমার কাজ মিস করি, আমি কঠোর পরিশ্রম করি, কারণ আমি আমার কাজকে ভালোবাসি।’