কক্সবাজারের টেকনাফে সড়কে গাছের গুঁড়ি ফেলে ১৫টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ-হোয়াইক্যং শ্যামলাপুর সড়কে মাটির ব্যাংক এলাকায় এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী ডাকাত দল। তারা ভারী অস্ত্র ও লম্বা কিরিচ নিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মোটরসাইকেলসহ ১৫টি যানবাহন আটকে রেখে ঘণ্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
ডাকাতদের মারধরে আলী মুন্না ও কবিরসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ডাকাত দল আলী মুন্নার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
ভুক্তভোগী আলী মুন্না বলেন, পুলিশের গাফিলতির কারণে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা সড়কে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে আমার মোবাইল ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। অথচ একটু দূরে স্থানীয় কিছু লোকজন টর্চ লাইট দিয়ে ডাকাতির ঘটনা দেখলেও কেউ সহায়তায় এগিয়ে আসেনি।
হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ব্যবসার কাজে শ্যামলাপুর যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়কের মধ্যে গাছ ফেলে বেরিকেড দেয়া হয়েছে। লাইট দিয়ে দেখি কয়েকজন কালো মুখোশ পরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে কোনোমতে গাড়ি উল্টো ঘুরিয়ে পালিয়ে আসি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।