স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয়েছে তিন দিনের পিঠা উৎসব। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উদ্বোধন হওয়া এ উৎসব চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে অংশ নিয়েছেন ১০ জন উদ্যোক্তা। তাদের স্টলে দেখা গেছে পুলি, জামাই, কলা, চিতইসহ হরেক রকমের পিঠা।
ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় মেলার আয়োজন করেছে মারকি ফাউন্ডেশন। দুপুরে উৎসবের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান।
ফ্রেশ ইন নামে একটি স্টল দিয়েছেন শফিকা তাসমিন ইমা। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি।’
উৎসবের সমন্বয়ক জিবলো রাজ নিউজবাংলাকে বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন। এখানে কক্সবাজারের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের পিঠা আছে।’