বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিউশনসহ অন্যান্য ফি নিতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠান

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ২১:১৬

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশ কিছু ফি না নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। যেহেতু এখন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চলছে, তাই প্রয়োজনীয় ফি নেয়ার অনুমতি দেয়া হয়েছে।’

সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে টিউশন ফির পাশাপাশি অন্যান্য ফি নেয়ার অনুমতি দিয়েছে সরকার। করোনাভাইরাসের প্রকোপের কারণে এসব ফি আদায়ে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

মাউশি মহাপরিচালক বলেন, ‘করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশ কিছু ফি না নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। যেহেতু এখন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চলছে, তাই প্রয়োজনীয় ফি নেয়ার অনুমতি দেয়া হয়েছে।’

মাউশি এর আগে ২০২০ সালের ২২ নভেম্বর এক আদেশে ভর্তি ফি, টিউশন ফি, সরকারি কর্মচারী ফি ও ইন্টারনেট ফি ছাড়া সব ধরনের ফি আদায় না করার নির্দেশনা দিয়েছিল।

অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।

২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টিউশন ফি ও বার্ষিক সেশন চার্জ নিতে পারবে।

করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

করোনা প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়।

এ বিভাগের আরো খবর