বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষমতার সঙ্গে থেকে ভেবেছি, উচ্ছিষ্ট কেন পাব না: মেনন

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২১ ১৯:২৩

‘আমরা উন্নয়নশীল দেশ হয়েছি; উন্নয়নের চ্যালেঞ্জ নিতে হবে। তাই বলে গণতন্ত্র বাদ দিয়ে নয়। আমাদের মনে রাখতে হবে- উন্নয়ন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, বিকশিত করতে হবে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জোটের অন্যতম নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, ‘১৪ দল নিয়ে আমার দলে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা মনে করেছি যে ক্ষমতার সঙ্গে থেকে উচ্ছিষ্ট কেন পাব না।

বিজয়ের ৫০ বছর উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মেনন। ‘মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ অর্জন’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন দলটির পলিটব্যুরো সদস্য আবুল হোসাইন।

মেনন বলেন, ‘বিজয়ের ৫০ বছরে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস নেই‌। কিন্তু আমাদের দলের গৌরব করার মতো অনেক বিষয় রয়েছে। এ বিজয় আমাদের।’

মেনন বলেন, ‘২০০৪ সালে গ্রেনেড আক্রমণ হলো। তখন আওয়ামী লীগ আমাদের দ্বারে দ্বারে ঘুরে বলল- আসুন ঐক্য করি। আমরা তো ঐক্যের কথা আগেই বলেছি। আমরা সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে ঐক্যের কথা বলেছি। গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যের কথা বলেছি। আমরা সেদিন ঐক্য করেছি।’

জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ‘হ্যাঁ, ১৪ দলীয় জোট নিয়ে দলে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ আমাদের লড়াইটা আমরা সঠিকভাবে করতে পারিনি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ স্পষ্ট উক্তি আমাদেরকে করতে হবে। কারণ ক্ষমতার এতটুকু স্বাদ পেয়েই আমরা মনে করেছি যে আমরা ক্ষমতার সঙ্গে আছি; সুতরাং ক্ষমতার উচ্ছিষ্ট কেন পাব না। সেই ভাবনায় আমাদের সময় গেছে। আমি নিজেকেই প্রশ্ন করি- লড়াইয়ের পরিণতি কি এটাই?’

গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করে মেনন বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ হয়েছি; উন্নয়নের চ্যালেঞ্জ নিতে হবে। তাই বলে গণতন্ত্র বাদ দিয়ে নয়। আমাদের মনে রাখতে হবে- উন্নয়ন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, বিকশিত করতে হবে। উন্নয়ন আর গণতন্ত্র হাত ধরাধরি করে এগিয়ে যাবে।

‘আমরা স্বীকার করি, বাংলাদেশ ৫০ বছরে উন্নয়নশীল দেশ হয়েছে। এজন্য আমরা গর্ব করি। কিন্তু এই উন্নয়নের ধারায় সাধারণ জনগণ কোথায়? জাতীয় আয় ৪৪ শতাংশ বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। কিন্তু জনগণ এর সুফল পায়নি। জনগণকে এসব উন্নয়নের সুফল পৌঁছে দিতে আবার লড়াই করতে হবে। এই লড়াই করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কর্মীরা।’

মেনন বলেন, ‘আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ হয়েছে। কিন্তু ডিজিটাল ডিভাইস সবার কাছে নেই। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ডিজিটাল ডিভাইস ব্যবহারে সবচেয়ে নিচে; ইন্টারনেটের মানেও সবার নিচে। এই বৈষম্য কেন হয়েছে?’

জিয়াউর রহমানের সমালোচনা করে মেনন বলেন, ‘এক কলমের খোঁচায় তিনি ধর্মনিরপেক্ষতা তুলে দিয়েছেন। ব্যাংক-বীমা আর কারখানাগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল লুটপাটের অর্থনীতি।’

এ বিভাগের আরো খবর