বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহনগঞ্জে আ.লীগ থেকে ১৭ জন বহিষ্কার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ডিসেম্বর, ২০২১ ১৫:০৮

মোহনগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল বলেন, তারা আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র থেকেও এ রকম নির্দেশনা আছে।

দলের সিদ্ধান্ত অম্যান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ১৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের মইন উদ্দিন (লিয়াকত), দেলোয়ার হোসেন (দুলাল), বড়তলি বানিয়াহারী ইউনিয়নের আজিজুর রহমান, হাসিম উদ্দিন, রায়হান সিদ্দিকী (ফারুক), মো. সোহাগ, তেঁতুলিয়া ইউনিয়নের আবুল কালাম আজাদ, মাঘান সিয়াধার ইউনিয়নের সারোয়ার হোসেন নয়ন, আ হ ম শহীদুল হক, নজরুল ইসলাম খান (খোকন), মীর্জা শামছুল আলশ (রাহুল), সমাজ সহিলদের ইউনিয়নে নূর মোহাম্মদ খান বার্কো, সোয়াইর ইউনিয়নে হাবিবুর রহমান সরকার (কাঞ্চন), জহিরুল হক চৌধুরী হীরা, গাগলাজুর ইউনিয়নে লিটন তালুকদার, মাসুদ আহম্মেদ ও আরিফুল ইসলাম।তারা চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল বলেন, তারা আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র থেকেও এ রকম নির্দেশনা আছে।ওই ১৭ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান শহীদ ইকবাল।

এ বিভাগের আরো খবর