রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি ৫ তলা ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের নিচতলা ধসে পড়েছে।
সোমবার মাঝরাতের এ ঘটনায় ওই ভবনটি কিছুটা হেলে পড়েছে।
সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান।
তিনি জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায়, ভবনের নিচতলা বিস্ফোরণে ধসে গেছে। এতে ভবনটি কিছুটা হেলে পড়েছে। কেউ ভবনের ভেতরে আটকে পড়েছে কি না জানতে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়দের বরাত দিয়ে মো. রায়হান বলেন, ‘আমরা জানতে পেরেছি, রাত ১টা ২০ মিনিটে বিকট বিস্ফোরণে গোটা এলাকা প্রকম্পিত হয়। সঙ্গে সঙ্গে ওই ভবনের নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আহত কয়েকজন ভবন থেকে বের হয়ে আসেন। তাদের চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হলেও কেউ মারা যাননি। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ওই ভবনের নিচতলায় গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।’