টাঙ্গাইল পৌরসভায় বাড়িওয়ালার কাছে ‘জিম্মি’ এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই কলেজছাত্রীর অভিযোগ, সব ভাড়া পরিশোধা করা হলেও বাড়িওয়ালা বাড়তি টাকা দাবি করে তাকে আটকে রাখেন।
ওই বাড়ির মালিক হলেন কামরুল হাসান। পৌরসভার বেতকার মুন্সিপাড়ায় তার বাড়ি। সেখান থেকেই সোমবার বিকেলে উদ্ধার করা হয় ওই কলেজছাত্রীকে।
টাঙ্গাইল সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আয়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ছাত্রী জানান, কামরুলের বাসায় গত চার মাস আগে ভাড়া নেন কুমুদিনী কলেজের ওই শিক্ষার্থী। চলতি মাসের ভাড়া শোধ করে বাসা ছেড়ে দেয়ার কথা জানান মালিককে।
তার অভিযোগ, এক মাসের ভাড়া অগ্রিম দেয়া থাকলেও কামরুল আরও ১০ মাসের ভাড়া দাবি করেন। তাকে হুমকি ও গালমন্দ করে বাসা থেকে বের হতে দেননি। পরে ওই তরুণী ৯৯৯-এ কল করে সাহায্য চান।
অভিযোগের বিষয়ে কামরুল বলেন, ‘বাসা ছেড়ে দিলেও ১০ মাসের ভাড়া বাড়তি দিতে হবে। না হলে নতুন ভাড়াটিয়া খুঁজতে দেরি হওয়ায় ক্ষতি হবে। আইন-টাইন বুঝি না আমাকে বাড়তি টাকা দিয়ে ওই ছাত্রীকে বাসা ছাড়তে হবে।’
জিম্মি করার কথা জানতে চাইলে তিনি সাংবাদিকদের ‘দেখে নেয়ার’ হুমকি দেন।
সদর থানার এএসআই আয়নুল বলেন, ‘কামরুল উগ্র প্রকৃতির মানুষ। ওই ছাত্রীকে আটকে তিনি বাড়তি টাকা আদায়ের চেষ্টা করেন। আমরা গিয়ে মেয়েটিকে বের করে আনি।’