বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনের আগে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে: নানক

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২১ ১৯:১৬

নানক বলেন, জাতীয় নির্বাচনের দুই বছর বাকি। এই সময়ে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এ জন্য দরকার সাংগঠনিক শক্তি।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডেমরা থানার ৪৬ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল ইউনিয়ন শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইউনিয়নের মান্নান স্কুল মাঠে সম্মেলনে নানক বলেন, নির্বাচনের দুই বছর বাকি। এই সময়ে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এ জন্য দরকার সাংগঠনিক শক্তি।

জনগণকে সঙ্গে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

আগামীতে আরও ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে নানক বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ২০০৮ সালে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়। ওই বিদ্রোহের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়।

তিনি বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বন্দুকের নল নয়, জনগণ ক্ষমতার উৎস। ৭৫-এর পর খুনিরা যখন দেশে বিস্তার লাভ করে, ঠিক তখন শেখ হাসিনা ফিরে এসে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেন। তিনি বাংলার হাট, মাঠ, ঘাট ঘুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন।নানক বলেন, ১৯৭১-এ দেশের মানুষকে নির্বিচারে হত্যা করে যারা পাকিস্তানের পক্ষে নিয়েছিল, তারা আজ বিজয়ের কথা বলে। তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িতদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া ছিলেন মুক্তিযোদ্ধা, তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। তবে কি সেই জেনারেল জানজুয়াকেও একদিন মুক্তিযোদ্ধা বলবেন? কবে বলবেন মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সময়ের অপেক্ষায় আছি।’

এ বিভাগের আরো খবর