ভবনের নিচতলার মুদি দোকানদার রাকিব মিয়া বলেন, ‘দুপুরে আওলাদ রং করার জন্য ছাদে যান। হঠাৎ সেখান থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ঢাকার সাভারে তিনতলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। পৌরসভার ডগরমোড়া এলাকার কাজী মাহবুব উদ্দিনের বাড়িতে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম আওলাদ হোসেন। রংয়ের কাজের পাশাপাশি তিনি ভবনটি দেখাশোনার দায়িত্বেও ছিলেন।
ভবনের নিচতলার মুদি দোকানদার রাকিব মিয়া বলেন, ‘দুপুরে আওলাদ রং করার জন্য ছাদে যান। হঠাৎ সেখান থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’