রাজধানীর বনানীতে নৌবাহিনী সদরদপ্তরের সামনের সড়কে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত পাঁচজন হলেন আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) ও মো. বেলাল (৩০)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।
ওই পাঁচজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর থানার খোকসাবাড়ী গ্রামে। ডেকোরেটরের এ কর্মীরা রাজধানীর বেগুনবাড়ী এলাকায় আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকেন।
আহত সহকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহ আলম জানান, রামপুরা থেকে অটোরিকশায় করে যাওয়ার পথে বনানীতে নৌবাহিনী সদরদপ্তরের সামনে একটি মাইক্রোবাস তাদের বাহনটিকে ধাক্কা দেয়। এতে সবাই ছিটকে পড়ে যান।
তিনি আরও জানান, শুরুতে পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া নিউজবাংলাকে জানান, আহত পাঁচজনের মধ্যে চারজনকে ঢামেকে ভর্তি করা হয়। একজনকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।
তিনি আরও জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।