পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির জানান, ছয় যুবক ও চার তরুণী হোটেলে ‘অনৈতিক’ কাজ করছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। থানা ছাত্রলীগের একজন সহসভাপতিসহ তাদের আটক করা হয়েছে।
চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে থানা ছাত্রলীগের সহসভাপতিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচলাইশের নাছিরাবাদ হাউজিং সোসাইটির একটি হোটেল থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির শুক্রবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছয় যুবক ও চার তরুণী হোটেলে ‘অনৈতিক’ কাজ করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। থানা ছাত্রলীগের একজন সহসভাপতিসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে।
ওসি বলেন, ‘ওই চার নারী পরিস্থিতির শিকার। আদালত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’