প্রত্যক্ষদর্শীদের বরাতে উপপরিদর্শক জানান, সাদা রংয়ের একটি গাড়ি লোকটিকে রাস্তায় চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে এক মাছ ব্যবসায়ীর।
শহরের মডেল থানা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আবু। তার বাড়ি শহরের বাহারছড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক মো. মানিক।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সাদা রংয়ের একটি গাড়ি লোকটিকে রাস্তায় চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িটি আটকের চেষ্টা করলেও পারেনি।