বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজস্ব আদায়ে গতি ফিরলেও লক্ষ্য থেকে বহু দূর

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২১ ২২:১৬

২০২০-২১ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৮৭ হাজার ১৯৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। চলতি বছর এই সময়ে আদায় এক লাখ কোটি টাকার বেশি হয়েছে। তবে আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার কোটি টাকা কম হওয়ায় অস্বস্তি রয়ে গেছে।

রাজস্ব আদায়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১ লাখ ২৬৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। তবে তাতেও পুরোপুরি স্বস্তিতে নেই রাজস্ব বোর্ড। কারণ, এই সময়ে যত টাকা আদায়ের লক্ষ্য ছিল, তত আদায় করা যায়নি।

বৃহস্পতিবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও গত অর্থবছরে রাজস্ব আদায়ে ১৯ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছিল। সেই ইতিবাচক ধারা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী দিনগুলোতে রাজস্ব আদায় আরও বাড়বে বলে জানান তিনি।

গত ২০২০-২১ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৮৭ হাজার ১৯৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এ হিসাবে এবার এই পাঁচ মাসে ১৩ হাজার ৭৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর।

তবে লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ হাজার ৯৮ কোটি টাকা কম আদায় হয়েছে। এ সময়ে এনবিআরকে এক লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকা আদায়ের জন্য বাজেটে লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছিল।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দেশের ব্যবসা-বাণিজ্যে গতি বাড়ার পাশাপাশি এনবিআরের মনিটরিং ব্যবস্থা জোরদার, করনেট বৃদ্ধি ও অটোমেশনের কারণে রাজস্ব আদায়ে গতি এসেছে বলে দাবি করেছেন কর কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে দেয়া তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে সবচেয়ে রাজস্ব আদায় হয়েছে মূল্যসংযোজন কর বা ভ্যাট থেকে; ৩৬ হাজার ৬০৫কোটি। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ।

আমদানি-রপ্তানি শুল্ক খাত থেকে আদায় হয়েছে ৩৩ হাজার ৯৬৫ কোটি টাকা। বেড়েছে ২২ দশমিক ৫৬ শতাংশ।

আয়কর থেকে আদায় হয়েছে ২৯ হাজার ৬৯৭ কোটি ৫৬ লাখ টাকা। ১৪ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় হয়েছে ৯১.৭৪ শতাংশ।

চলতি অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সবচেয়ে বেশি এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে এক লাখ ছয় হাজার কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৬ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা আছে।

এ বিভাগের আরো খবর