কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে আসামি রাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ রায় দেন।
দণ্ড পাওয়া রাহিদুল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি হত্যার ঘটনার পর থেকেই পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ৭ জুলাই রাত দেড়টার দিকে মারধরের পর বালিশ চাপা দিয়ে স্ত্রী রংগীলা খাতুনকে হত্যা করে পালিয়ে যায় রাহিদুল। নিহতের চাচা দিদার হোসেন দৌলতপুর থানার রাহিদুলকে আসামি করে হত্যা মামলা করেন।