রাঙামাটি শহরে বাড়িওয়ালার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ অঙ্গীকারনামায় দফারফা হয়েছে। এলাকার প্রভাবশালীরা বলেছেন, পাহাড়ি মেয়েটির ‘ভবিষ্যতের কথা’ চিন্তা করে অভিযোগটি থানা পর্যন্ত নেয়া হয়নি।
তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। তবে সুজন বড়ুয়া চৌধুরী নামে ওই ব্যক্তির দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
শহরের ৮ নম্বর ওয়ার্ডের সুজনের বিরুদ্ধে সোমবার ধর্ষণচেষ্টার অভিযোগ তোলেন তার বাড়ির নতুন ভাড়াটিয়া ওই তরুণী।
নিউজবাংলাকে তরুণী বলেন, ‘পড়ালেখা করার জন্য রাঙামাটি শহরে ভাড়া বাসা খুঁজছিলাম। কিছুদিন আগে দেবাশীষ নগর এলাকায় নিজ বাসায় ভাড়া দেয়ার কথা বলেন সুজন। কথামতো গত রোববার আমি মালপত্র নিয়ে সুজনের বাড়িতে উঠি। রাত ৩টার দিকে তিনি আমার ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেন। চিৎকার করে আমি ঘর থেকে বের হই। সুজন আমাকে চুপ থাকতে হুমকি দেন।’
কলেজছাত্রী জানান, এ ঘটনাটি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানিয়ে বিচার চেয়েছেন। তাদের মধ্যে আছেন রবি বড়ুয়া ও মিলন চন্দ্র চাকমা। এ দুজন জানান, অভিযোগ পেয়ে সুজনকে ডাকা হলে তিনি ঘটনাটি স্বীকার করেছেন।
রবি নিউজবাংলাকে বলেন, ‘বিচারের সময় সুজন তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ স্বীকার করেছে। এমনকি তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন এলাকায় মোবাইল, টাকা ও সোনার গয়না চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’
মিলন চন্দ্র নিউজবাংলাকে বলেন, ‘কলেজছাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে এলাকার যুবসমাজ ও সব শ্রেণির গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ ডাকা হয়। সুজন তার দোষ স্বীকার করেছে। কলেজছাত্রীদের মতামতের ভিত্তিতে ও ওই মেয়েটির ভবিষ্যৎ চিন্তা করে দোষী হওয়া সত্বেও পুলিশের হাতে সুজনকে সোপর্দ করা হয়নি। তবে সবার সম্মতিতে অঙ্গীকারনামায় সই নিয়ে তাকে সমাজচ্যুত করা হয়েছে।’
তবে সুজন নিউজবাংলাকে বলেন, ‘এসব বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে।’
অঙ্গীকারনামায় সই করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন ভাই, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না। সবকিছু ভগবান দেখবেন।’
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘বিষয়টি অসুন্ধানের জন্য থানা পুলিশকে নির্দেশনা দিয়েছি। তবে ঘটনা কী রকম, ঘটনা না জেনে মন্তব্য করতে চাচ্ছি না।’