ডিমলা থানার এসআই জেসমিন আকতার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের একটি ট্রাক নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিল। পথে বাবুরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিশ্বনাথ।
নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
ডিমলা সদরের বাবুরহাট এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বিশ্বনাথ রায়। তার বাড়ি উপজেলার ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া এলাকায়।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন ডিমলা থানা পুলিশের এসআই জেসমিন আকতার।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের একটি ট্রাক নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিল। পথে বাবুরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিশ্বনাথ।
জেসমিন আকতার বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।’