কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার চার আসামিকে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
আসামিদের সোমবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক চন্দন কান্তি নাথ তাদের রিমান্ডে পাঠান।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন আশিকুর রহমান রকি, মো. আলম, মো. জিসান ও মো. মাসুম।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’তে নিহত হয়েছেন প্রধান আসামি শাহ আলম, সাব্বির হোসেন ও মো. সাজন। এখনও পলাতক এজাহারনামীয় তিন আসামি।
সুজানগরে নিজ কার্যালয়ে ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ছয়জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সঙ্গী হরিপদ সাহার মৃত্যু হয়। পরদিন সোহেলের ভাই সৈয়দ মো. রুমন থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।