ময়মনসিংহ সদরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ঢুকে পড়ায় এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সদর উপজেলার ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের আলালপুর মোড়ে সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুরজাহান বেগম। তিনি ওই এলাকার ইসাম উদ্দিনের স্ত্রী। ৫৫ বছর বয়সের নুরজাহান ওই রাইস মিলে কাজ করতেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘ঢাকা থেকে শেরপুরগামী হানিফ পরিবহনের একটি বাস আলালপুর মোড় এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ অটো রাইস মিলে ঢুকে পড়ে।
‘এ সময় মিলে কাজ করা নুরজাহান বেগম বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’