বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে এই ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন। আবেদনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮টি, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২টি এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২টি আবেদন জমা পড়ে।
প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের আবেদন সর্বোচ্চ । এই আবেদনের পরিপ্রেক্ষিতে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটে মেধাতালিকায় প্রথম হয়েছেন ঢাকা বোর্ডের ইত্তাসুম মাহমুদ আদিব। তার মোট স্কোর ৬৬ দশমিক ৫০। তিনি বিষয় পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
‘বি’ ইউনিটে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বোর্ডের মো. সজিব ইসলাম। তার মোট স্কোর ৮৩ দশমিক ২৫। তিনি আইন বিষয় পেয়েছেন।
‘সি’ ইউনিটে মেধাতালিকায় প্রথম হয়েছেন বরিশাল বোর্ডের ফারহানা খানম। তার মোট স্কোর ৭৯ দশমিক ৫০। তিনি ইংরেজি বিষয় পেয়েছেন। ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।