রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি রিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাইনুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইনুলের শ্বশুর আব্দুল আজিজ জানান, রাত ১১টার দিকে রিকশা চালিয়ে এসে ব্যাটারি চার্জ দিতে যায় মাইনুল। সেখানে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।
তিনি বলেন, ‘২৮ বছর বয়সী মাইনুল সাতারকুল এলাকার শাহাবুদ্দিনের রিকশার গ্যারেজে থাকতো। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিনগর গ্রামে। সে ওই গ্রামের আশিক আলীর ছেলে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘বাড্ডা সাতারকুল এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক রিকশাচালককে ঢামেক নিয়ে আসার পর মৃত্যু ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানায় বিষয়টি জানানো হয়েছে।’