বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার একাদশ মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোস্তম আলীর সন্তানদের মধ্যে ড. সেলিম মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন ট্রাইব্যুনানের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এক ছেলে আ ন ম জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ হিসেবে। আরেক ছেলে সালাউদ্দিন মাহমুদ বিসিএস তথ্য ক্যাডারে কর্মকর্তা। বাংলাদেশ বেতারের উপ-নিয়ন্ত্রক (বার্তা) সালাউদ্দিন বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কর্মরত।
রোস্তম আলীর জন্য তার পরিবারের সদস্যরা শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্নীয়স্বজনের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছেন।