চাঁদপুরের হাজীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
হাজীগঞ্জের বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার সোহাগ হোসেন, মনির হোসেন ও সুজন হোসেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ছয়জন দুইটি মোটরসাইকেলে চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে যাচ্ছিলেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ওসি বলেন, ‘স্থানীয়দের সহায়তায় চালক আব্দুর রাজ্জাককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মরদেহ থানায় রাখা হয়েছে।’