ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিন শেষ হয়েছে। আয়োজনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের নানা অর্জনের পাশাপাশি কী করা যায়নি, তা নিয়ে আক্ষেপের কথা বলেন।
আগামীর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ লোকবল তৈরিতে মানসম্মত শিক্ষার ওপর জোর দেন বক্তারা। বলেন, এই বিশ্ববিদ্যালয়টিকে শ্রেষ্ঠ হিসেবে গর্ব করতে চান তারা।
বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছর পূর্ণ করে গত ১ জুলাই। কিন্তু করোনার কারণে শতবর্ষের এই অনুষ্ঠান করা যায়নি সে সময়। মহামারি পরিস্থিতির উন্নতির কারণে পাঁচ মাস পর হচ্ছে এই আয়োজন।
ভুটানের প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের কলাভবন, মলচত্বর, টিএসসি, কার্জন হল, বিভিন্ন স্থাপনা বর্ণিলরূপে সাজানো হয়েছে। করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও।
এ ছাড়া ‘শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে আলোক বাক্স ও প্ল্যাকার্ডের রঙিন আবহে উৎসবের আমেজ বইছে ক্যাম্পাসজুড়ে।
চার দিনব্যাপী এই অনুষ্ঠান পুরোটাই হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এ জন্য সেখানেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ।
মঞ্চের সামনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১০ হাজার জনের বসার একটা ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কাউটস টিম, বিএনসসি (নেভি, এয়ার, আর্মি) এবং রেঞ্জারের প্রায় তিন শতাধিক কর্মী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মঞ্চে আসন গ্রহণ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন। এরপর গাওয়া হয় জাতীয় সংগীত।
সোয়া ১২টায় প্রদর্শন করা হয় শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে এই তথ্যচিত্রটি নির্মিত হয়। সাত মিনিটের এ তথ্যচিত্রে বিশ্ববিদ্যালয়ের জন্ম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকাসহ সার্বিক দিক ফুটিয়ে তোলা হয়।
তথ্যচিত্র প্রদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং দেশের প্রথিতযশা শিল্পীদের সমন্বয়ে তৈরি শতবর্ষের থিম সং পরিবেশন করা হয়।
সাড়ে ১২টায় রাষ্ট্রপতির পক্ষে বিশেষ স্যুভেনির গ্রহণ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন তার হাতে এটি তুলে দেন।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় প্রথম দিনের সমাপনী পর্ব, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপা চক্রবর্তী এই পর্বের উপস্থাপনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, একক আবৃত্তি পরিবেশন করেন আসাদুজ্জামান নূর।
ভারতের শ্রীকান্ত আচার্য ছাড়াও বাংলাদেশের ফরিদা পারভীন, ফাতেমা-তুজ-জোহরা, সামিনা নবী, সৈয়দ আব্দুল হাদী সংগীত পরিবেশন করেন।
সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
কে কী বললেন
শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলেক্ষে প্রকাশিত ৬টি বই, ফটোগ্রাফি অ্যালবাম ও ওয়েবসাইট উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস মাকসুদ কামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন ভুটানের প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লোটে শেরিং।
প্রতিটি শিক্ষার্থীকে ডিগ্রি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জনের পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠ্যক্রম নির্ধারণ ও পাঠদানের ক্ষেত্রে বিশ্বমানের কথা বিবেচনায় রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘মাতা-পিতা ও অভিভাবকরা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছেলে-মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পাঠান। তাদের পেছনে দেশ ও জনগণের বিনিয়োগও যথেষ্ট। তাই শিক্ষার্থীদের পরিবার, দেশ ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষমতা অর্জন করতে হবে।’
দুজন নারী শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমানে ছাত্রীর সংখ্যা ৪০ শতাংশের বেশি। দেশে নারীর ক্ষমতায়নের এটি একটি বিশাল সাফল্য বলেও মনে করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব এগিয়ে চলছে। কয়েক বছর পরই পঞ্চম শিল্পবিপ্লবের ঢেউ বইতে শুরু করবে। সে জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে এ লক্ষ্যে পথিকৃতের ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বিগত ১০০ বছরের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, সে অগ্রযাত্রার গতি নানা কারণে ধরে রাখা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো সেই গৌরব ফিরিয়ে আনার কথা আমাদের ভাবতে হবে। তাই শতবর্ষের এই উৎসবের ক্ষণে আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়নে জোর দিতে হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাজেট দিলে, বড় বড় বিল্ডিং হলে যে আপনার গবেষণা, অধ্যবসায় বাড়বে- এমনটি নয়। এরিস্টটল, সক্রেটিস কিংবা মার্শাল ম্যাকলুহানের বড় বড় অট্টালিকা ছিল না, ঘর-বাড়ি ছিল না। কিন্তু তাদের অধ্যবসায় ছিল, জ্ঞানের প্রচেষ্টা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, তারাও সেদিকে আরও একটু মনোযোগী হবেন, যাতে আমরা গর্ব করে বলতে পারি, আমার বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ।’
বিকেল ৪টা থেকে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আত্মিক সম্পর্ক রয়েছে। জ্ঞান-বিজ্ঞান ও মেধা চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে।’
আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। শিক্ষার আলো ছড়িয়ে বাঙালি জাতির উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় সব সময় পথ দেখিয়েছে। …ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জনগণের অধিকার আদায়, নারী জাগরণ, নারী শিক্ষা বিস্তারসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’
ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দেশের সব গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান ও শিক্ষা বিস্তারেই ভূমিকা রাখেনি, বরং দেশের সার্বিক উন্নয়নে রয়েছে এর অনন্য অবদান।’
সভাপতির ভাষণে ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘পশ্চাৎপদ সমাজ পরিবর্তনের এক ঐতিহাসিক প্রয়োজনে ঢাকা বিশ্ববিদালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সামাজিকতা, গণতান্ত্রিকতা ও ধর্মনিরপেক্ষতার শিক্ষা এই বিশ্ববিদ্যালয় থেকেই আমরা শিখেছি।’