দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদল নেতারা ধানমন্ডির এ আর প্লাজার সামনে এ মিছিল করেন।
ছাত্রদলের মিছিলটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়। মিরপুর সড়ক ধরে আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সজীব, হায়াত মাহমুদ জুয়েল, সোহানুর রহমান সোহান রবিউল ইসলাম, মাহিবুর রহমান টিপু, মিল্লাদ হোসেন, গোলাম রাব্বানীসহ নেতাকমীরা মিছিলে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার সমাবেশ করবে বিএনপি।