বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহাঙ্গীরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

  •    
  • ২৯ নভেম্বর, ২০২১ ১৩:৫৫

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

মামলার বাদী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ ওমর ফারুক আসিফ।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে।

মামলার বাদী ওমর ফারুক আসিফ বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

গতকাল রোববার একই আদালতে আবেদন জমা দিলে বিচারক বাদিকে থানায় মামলা করার কথা বলেন।

তবে সোমবার বাদির জবানবন্দি নিয়ে সিআইডিকে মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন বিচারক।

মামলায় অভিযোগ করা হয়, জাহাঙ্গীর আলম স্বাধীন বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। আসামির বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, ঘৃণ্য, চরম অসত্য বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক তথা সমগ্র বাঙালি জাতি স্তম্ভিত এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার এরূপ বক্তব্য সকল ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়। যা ভাইরাল হয়ে যায়।

আসামি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, ঘৃণ্য, চরম অসত্য প্রপাগান্ডা করে এবং প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।

মামলা করার বিষয়ে বাদী এজাহারে বলে, গত ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার কিছু আছে ভাইরাল হওয়া অডিও/ভিডিও শোনেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী এবং স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা সম্পর্কে আসামির এরূপ ঔদ্ধত্যপূর্ণ, ঘৃণ্য, চরম অসত্য বক্তব্যে স্তম্ভিত, মর্মাহত হয়ে মামলাটি করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়।

১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি। এরপর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকেও বহিষ্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধূকে নিয়ে কটূক্তি করায় রাজবাড়ী, মাদারীপুর ও পঞ্চগড়েও মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর