নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার আড়াইহাজার বাজার এলাকায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিন যুবক হলেন মো. রাসেল, রায়হান ও হাকিম।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে বিকেলে বাজার এলাকায় স্থানীয় ছেলেদের মধ্যে তর্ক ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে রাত ১০টার দিকে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর কর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোহাম্মদ আরিফ ভূইয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনলে তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু এবং আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহম্মেদের মোবাইল ফোনে কল দিলেও তারা রিসিভ করেননি।