জীবন সায়হ্নে ভোটাধিকার প্রয়োগ করে বেজায় খুশি আব্দুল বারেক।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নিজের ভোট দিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নাতি আব্দুল মমিনের কোলে চড়ে ভোট কেন্দ্রে যান। পরে ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে খুশি মনে বাড়ি ফেরেন।৯০ বছরের আব্দুল বারেক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গু খা কান্দি গ্রামের বাসিন্দা। তিনি এই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোটার।ভোট শেষে আব্দুল বারেক বলেন, ‘নিজের ভোট নিজে দিতে পেরে অনেক আনন্দ লাগছে। বাড়ি থেকে রিকশায় চড়ে রওনা দিয়ে ভোট কেন্দ্র আসি। পরে নিজের নাতি আমাকে কোলে তুলে স্কুলের দোতালায় নিয়ে গিয়ে ভোট দিতে সহায়তা করে।’তিনি বলেন, ‘ভোট দিতে কোনো সমস্যা হয়নি। পরিবেশ অত্যন্ত ভালো আছে। আশাকরি, আমার পছন্দের প্রার্থীরাই জয়ী হবেন।’তার নাতি মমিন বলেন, ‘দাদা ভোট দিতে চাইলে তাকে কেন্দ্রে নিয়ে যাই। বয়স বেশি হওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই আমি দাদাকে কোলে করে ভোট দিতে নিয়ে এসেছি। দাদাকে সহায়তা করতে পেরে আমি আনন্দিত।’ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল্লাহ নিউজবাংলাকে বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেয়া হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। বেলা ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে প্রায় সাড়ে ৪শ ভোট।তিনি জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৪০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৮৪ জন ও নারী ভোটার আছেন ৭২১ জন।চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ১৭ ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে মাঠে আছে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। চাঁদপুরের ১৭টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।