যশোরের বাঘারপাড়ায় ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে আঙুলের ছাপ না পাওয়ায় ভোট না দিতে পারার অভিযোগ উঠেছে।
ভোট দিতে বারবার হাত ধুয়ে কেন্দ্রে যেতে হচ্ছে রায়পুর ইউনিয়ন পরিষদের কয়েক ভোটারকে।
জানা যায়, যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলার ৩৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে।
সকালে সরেজমিনে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়পুর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানান ভোটাররা।
কিন্তু রায়পুর ইউনিয়নে ইভিএমে ভোট নিতে আঙুলের ছাপ না মেলায় অনেকেই ভোট দিতে পারছেন না। ছাপ না মেলাতে বারবার হাত ধুয়ে এসেও তারা ভোট দিতে পারছেন না বলে অনেকেই অভিযোগ করেন।
রায়পুর কেন্দ্রের ভোটার দুলাল মণ্ডল বলেন, ‘ভোট দিতে গেলে হাতের ছাপ না মেলায় প্রিসাইডিং অফিসার আমাকে হাত ধুয়ে আসতে বলেন। কিন্তু হাত ধুয়ে আসার পরও আমি ভোট দিতে পারিনি।’
বয়স্ক ভোটার লিয়াকত হোসেন বলেন, ‘হাতের ছাপ না মেলায় দুইবার চেষ্টা করেও ভোট দিতে পারিনি। এখন হাত ধুয়ে আবার যাচ্ছি।’
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার আবিদ হাসান জানান, আঙুলের ছাপ না মেলায় যারা ভোট দিতে পারছেন না শুধু তাদের হাত ধুয়ে আসতে বলা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মনজুর রশিদের প্রতিনিধি রিপন মণ্ডল জানান, এ পর্যন্ত ভোট না দিতে পারার ৭ থেকে ৮টি অভিযোগ পাওয়া গেছে।
নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন বলেন, আঙুলের ছাপ না মেলায় যারা ভোট দিতে পারেননি তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থাও করা হচ্ছে না।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুসারে, নির্বাচনে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১ হাজার ৮৭৮ জন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ২৭ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ২ হাজার ৫৯১ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
বাঘারপাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৫০ জন চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত আসনে ১০২ ও সাধারণ আসনে ৩১৯ জন প্রার্থী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ১৭৫ জন।
মণিরামপুরের ১৬টি ইউনিয়নে মোট প্রার্থী ৮৬৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৭৮ জন, সংরক্ষিত ১৮০ জন ও সাধারণ আসনে ৬০৫ জন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৯২১ জন।
এ ছাড়া শার্শা উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৪৩ জন, সাধারণ আসনে ৪০৬ জন ও সংরক্ষিত আসনে ৯৫ জন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৮ জন।