বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচারকদের ভাতা বাড়ানোর প্রস্তাব

  •    
  • ২৭ নভেম্বর, ২০২১ ১৬:০৮

কোনো বিচারক ছুটিতে গেলে, ছুটি থেকে ফিরে এলে কিংবা বিদেশে ছুটি কাটিয়ে আবার দায়িত্বে যোগ দেয়ার জন্য ফিরলে, কিংবা অবসরের পর নিজের ঠিকানায় ফেরার সময় কী কী সুযোগ-সুবিধা পাবেন, তাও বলা হয়েছে নতুন আইনের প্রস্তাবে।

উচ্চ আদালতের বিচারকদের ভ্রমণ ভাতা বাড়াতে একটি প্রস্তাব তোলা হয়েছে জাতীয় সংসদে। সংসদ অধিবেশনে শনিবার আইনমন্ত্রী আনিসুল হক এ প্রস্তাব তোলেন।

১৯৭৬ সালের সুপ্রিম কোর্ট জাজেস (ট্রাভেলিং অ্যালাউয়েন্স) অর্ডিনেন্স বাতিল করে ‘সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল-২০২১’ সংসদে তোলা হয়।

বিলটিতে বলা হয়, কোনো বিচারক দায়িত্ব পালন করার সময় যদি সদর দপ্তরের বাইরে কোথাও অবস্থান করেন তাহলে দৈনিক ১ হাজার ৪০০ টাকা হারে ভাতা পাবেন।

পাশাপাশি তিনি সড়ক পথে ভ্রমণ করলে প্রতি কিলোমিটারের জন্য পরিবহন খরচ পাবেন ৩ টাকা ৭৫ পয়সা। রেলে ভ্রমণ করলে পাবেন দুই বার্থের একটি প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্ট। সঙ্গে দু’জন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন শ্রেণির ভাড়া।

এ ছাড়া পাবেন বিনামূল্যে পাবেন নির্ধারিতের অতিরিক্ত ১১২ কেজি ওজনের পণ্য পরিবহনের সুযোগ।

নৌ পথে ভ্রমণে পাবেন প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত একটি কেবিন। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রেও পাবেন বিমান ভাড়া এবং ৪৫ কেজি পর্যন্ত বিনামূল্যে পণ্য পরিবহনের সুযোগ।

যে ক্ষেত্রে ভ্রমণের জন্য একাধিক যাত্রাপথ রয়েছে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত এবং স্বল্প ব্যয়ের ভ্রমণ ভাতা দাবি করতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিলে।

কোনো বিচারক ছুটিতে গেলে, ছুটি থেকে ফিরে এলে কিংবা বিদেশে ছুটি কাটিয়ে আবার দায়িত্বে যোগ দেয়ার জন্য ফিরলে, কিংবা অবসরের পর নিজের ঠিকানায় ফেরার সময় কী কী সুযোগ-সুবিধা পাবেন, তাও বলা হয়েছে নতুন আইনের প্রস্তাবে।

সংসদে উত্থাপিত সংক্রান্ত আরেকটি বিলে বিচারকদের জন্য কয়েকটি ভাতা যুক্ত করা হয়েছে। বিচারকদের বেতন সংক্রান্ত সামরিক আমলের অধ্যাদেশ বাতিল করে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ তোলা হয়েছে। এটিও উত্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এতে বিচারকদের বেতন নির্ধারণ করে দেয়া হয়েছে। এ অনুসারে প্রধান বিচারপতি ১ লাখ ১০ হাজার টাকা, আপিল বিভাগের বিচারক ১ লাখ ৫ হাজার টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারক ৯৫ হাজার বেতন পাবেন।

পাশাপাশি বেতনের ৫০ শতাংশ হারে পাবেন বিশেষ ভাতা।

নতুন আনা বিলে প্রধান বিচারপতির নিয়ামক ভাতা করা হয়েছে ২৫ হাজার টাকা, এটি আগে ছিল মাসে ১২ হাজার টাকা।

অবশ্য আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকদের ভাতা বাড়ানো হয়নি। তারা আগের মতোই মাসে ৮ হাজার ও ৫ হাজার টাকা করে নিয়ামক ভাতা পাবেন।

সংসদে তোলা বিলে বলা হয়, একজন বিচারক প্রতিমাসে ১৬ হাজার টাকা পাবেন কুক ভাতা হিসেবে। বিচারকরা তাদের স্বতন্ত্র বা একক বাসা বা ফ্ল্যাটের জন্য সিকিউরিটি ভাতা পাবেন প্রতি মাসে ১৬ হাজার টাকা।

এ বিভাগের আরো খবর