ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা গিয়ে সেপটিক ট্যাংকে একটি গলিত মরদেহ পায়। মরদেহ দেখে সেটি এক নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। গায়ে কোনো আঘাত আছে কি না, তাও বোঝা যায়নি।
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভুজপুর থানার পশ্চিম ভুজপুর এলাকার শাহ আলমের বাড়ির পেছনের ওই ট্যাংক থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি পাওয়া যায়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা গিয়ে সেপটিক ট্যাংকে একটি গলিত মরদেহ পায়। মরদেহ দেখে সেটি এক নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। গায়ে কোনো আঘাত আছে কি না, তাও বোঝা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।