বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদাকে আজই ফ্লাই না করালে কিছু ঘটে যেতে পারে: জাফরুল্লাহ

  •    
  • ২৪ নভেম্বর, ২০২১ ১৪:১৮

‘ওনাদের (বিএনপি নেত্রী) ছয়জন চিকিৎসক আমাকে বিস্তারিতভাবে বলেছে। আমি তাদের ফাইলে প্রত্যেকটা লেখা পড়ে দেখেছি। আপনারা জানেন যে আমি একজন চিকিৎসক। আমি যে সমস্যা ওনার হয়েছে, এ জাতীয় রোগের চিকিৎসা অতীতে করেছি। আমাদের শরীরে দুটি বিশেষ রক্তনালি আছে। ওনার মুখ দিয়ে রক্তপাত, পায়ুপথ দিয়ে রক্তপাত হচ্ছে। ওনার ব্লাড প্রেসার নামতে নামতে এক শর নিচে নেমেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সঙিন দাবি করে আজ-কালের মধ্যে তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপির পক্ষ থেকে নেত্রীর শারীরিক অসুস্থতার বর্ণনা দেয়া না হলেও পেশায় চিকিৎসক সাবেক বাম রাজনীতিক দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর মুখ ও পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।

এর চিকিৎসা দেশে সম্ভব নয় দাবি করে তিনি বলেছেন, তিনি যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন।

বুধবার গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অত্যন্ত কঠিন অবস্থায় আছেন। তিনি যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন। কখন চলে যাবেন, তা তো আমি জানি না। তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল।’

বিএনপি এ কথাটা এতদিন জানায়নি উল্লেখ করে একে আশ্চর্য উল্লেখ করে তিনি বলেন, ‘ওনাদের (বিএনপি নেত্রী) ছয়জন চিকিৎসক আমাকে বিস্তারিতভাবে বলেছে। আমি তাদের ফাইলে প্রত্যেকটা লেখা পড়ে দেখেছি। আপনারা জানেন যে আমি একজন চিকিৎসক। আমি যে সমস্যা ওনার হয়েছে, এ জাতীয় রোগের চিকিৎসা অতীতে করেছি।

‘আমাদের শরীরে দুটি বিশেষ রক্তনালি আছে। ওনার মুখ দিয়ে রক্তপাত, পায়ুপথ দিয়ে রক্তপাত হচ্ছে। ওনার ব্লাড প্রেসার নামতে নামতে এক শর নিচে নেমেছে।’

খালেদা জিয়ার ফাইলের প্রত্যেকরা লাইন দেখেছেন জানিয়ে বিএনপি নেত্রীকে নানা সময় বুদ্ধি পরামর্শ দিয়ে আসা জাফরুল্লাহ বলেন, ‘আমি কারও মুখের কথায় কিছু বলছি না। আমি ফাইলটা দেখে তার ভিত্তিতে বলছি।…সম্ভব হলে আজকে রাতেই ওনার ফ্লাই করা উচিত। তা না হলে যেকোনো কিছু ঘটে যেতে পারে।’

বিএনপি নেত্রীর রক্তপাত থামাতে রাত তিনটার সময় ছয়টি সেলাই করতে হয়েছে জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘তাহলে বুঝুন কতটা ক্রিটিক্যাল হলে রাত তিনটার সময় এই কাজ করে। কিন্তু এটা করার পর কিছুটা বন্ধ ছিল, আবার ব্লিডিং শুরু হয়ে গেছে।’

খালেদা জিয়ার ‘ট্রান্স হেপাটিক লাইগেশন’ করা দরকার জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে সরকার বলুক এই স্পেশাল চিকিৎসা কোনো কোনো হাসপাতালে হয়, কোনো কোনো ডাক্তার করে? আমাদের দেশে বড়জোর অ্যান্ডোস্কপি করতে পারি। যদি অ্যান্ডোস্কপি করতে যাই, ব্লিডিংয়ে উনি মারা যেতে পারেন।’

সরকারকে অমানবিক উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকার ও রাষ্ট্রপ্রধানকে জনগণ ক্ষমা করবে না।

তিনি বলেন, ‘কবরের আজাব থেকে আপনারা রেহাই পাবেন না। কবরের আজাবে যাওয়ার আগে জনগণের জুটাপেটা খাবেন, জনগণের আন্দোলনে কে কোথায় পালাবেন ঠিক নাই।’

খালেদা জিয়াকে আবার কারাগারে গিয়ে বিদেশে যাওয়ার আবেদন করতে হবে বলে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জাফরুল্লাহ।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঘোষিত কারাদণ্ড স্থগিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বাসায় ফেরেন ২০২০ সালের ২৫ মার্চ। দণ্ডবিধির ৪০১ ধারায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই সাজা স্থগিত হয়েছে দুই শর্তে, যার একটি ছিল বিএনপি নেত্রী দেশের বাইরে যেতে পারবেন না।

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবার আবেদন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই ধারা একবারই একজনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এখন নতুন করে প্রয়োগ করতে হলে সাবেক প্রধানমন্ত্রীকে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জাফরুল্লাহ বলেন, ‘এ ধরনের ফাজলামো কথা রাখেন। আনিসুল হক সাহেব, আপনার চেম্বারের আয় কত হয়, তার হিসাবটা কি দেবেন? দুর্নীতির কথা বলছেন, আপনার দুর্নীতির হিসাব কে দেবে, অকারণে বাড়াবাড়ি কইরেন না। একজন মরণপথের যাত্রীকে তার জীবনটা রক্ষা করেন।’

তিনি বলেন, ‘সরকারকে আমি যেটা বলি, আপনারা অনুগ্রহ করে গোয়ার্তুমি কইরেন না। আপনারা গোয়ার্তুমি করছেন। আইনমন্ত্রী এসব ভানুমতির খেলা দেখায়েন না। আপনার বাবা অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি ন্যায়ের জন্য কারও পক্ষে দাঁড়াচ্ছিলেন না, আপনার বাবা দাঁড়িয়েছিলেন।

‘আপনি অত্যন্ত হাস্যকর কথা বলছেন। বলছেন আবার জেলে যেতে হবে। কাগজে-কাগজে জেলে যাওয়া যায়। এসব বাজে কথা বন্ধ রাখেন। অনুগ্রহ করে আজকেই পাঠিয়ে দেন ওনাকে। আজকে-কালকের মধ্যে ওনাকে পাঠিয়ে দেন। তারপর আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন।’

খালেদা জিয়াকে দেখতে যেতে রাষ্ট্রপতিকে অনুরোধ করে জাফরুল্লাহ বলেন, ‘মানবিক কারণে আপনি ওনাকে দেখতে যান। আপনাকে তো মারার চেষ্টা করে নাই। আপনার রাগ কিসের? শেখ হাসিনার না হয় রাগ থাকতে পারে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি ও উন্নত চিকিৎসার অধিকার বিষয়ে 'নাগরিক সংবাদ সম্মেলনে' অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর