মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই সময় শরীর থেকে তার পা বিচ্ছিন্ন করে ফেলা হয়।
শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামে মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দাদন চোকদার পেশায় জেলে ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।
নিহত দাদনের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত বছর দাদন চোকদারের সঙ্গে জমি নিয়ে স্থানীয় সেলিম শেখ নামে একজনের বিরোধ তৈরি হয়। এ ঘটনায় আদালতে মামলাও হয়। সম্প্রতি দাদনের পক্ষে মামলায় রায় দেয় আদালত। সেলিম সেই রায় মেনে না নিয়ে দাদনকে হত্যার হুমকি দেন।
ওসি আরও জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে শিবচর বাজার থেকে ভ্যানে করে সেলিম শেখের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন দাদন। ওই সময় সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখ তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে দাদনের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা পরে দাদনকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।