বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালপাড় থেকে অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ১৩:৫৬

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। এটি একটি হত্যাকাণ্ড। ওই কিশোরের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে

লক্ষ্মীপুর সদরে খালপাড় থেকে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকার একটি খালপাড় থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

১৫ বছর বয়সী নিহত মো. মোহন ওরফে সুজন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছোট ছেলে।

কিশোর বয়সে সংসারের অভাব-অনটনের কারণে মোহন তার প্রতিবেশী শামসুল হকের ভাড়া অটোরিকশা চালাত।

পরিবারের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ওই রাস্তা দিয়েই অটোরিকশা চালিয়ে মোহন প্রতিরাতে বাড়ি ফিরত। কিন্তু রোববার সন্ধ্যার পর থেকে সে বাড়ি ফেরেনি।

সোমবার সকালে একটি স্কুলের পাশের খালপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি মোহনের বলে শনাক্ত করেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। এটি একটি হত্যাকাণ্ড। ওই কিশোরের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান ওসি জসিম উদ্দিন।

এ বিভাগের আরো খবর