বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রায়পুরায় নির্বাচনি সহিংসতা: চেয়ারম্যান গ্রেপ্তার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ নভেম্বর, ২০২১ ১৩:০১

নির্বাচনি সহিংসতার জেরে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং তার বন্ধুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং তার বন্ধু ফয়সাল আহমেদ সুমনকে রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সোমবার সকালে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

তিনি জানান, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং তার বন্ধু ফয়সাল আহম্মেদ সুমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ বিভাগের আরো খবর