চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আবারও বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটি বলছে, অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎ না পাওয়ায় প্রতিবেদন তৈরি হয়নি।
সংঘর্ষের ঘটনায় ৩০ অক্টোবর তদন্ত কমিটি করা হয়। প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত কার্যদিবস সময় দেয়া হয়। এরপর সময় আরও ১০ দিন বাড়িয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। রোববার ছিল প্রতিবেদন জমা দেয়ার দিন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আক্তার নিউজবাংলাকে আবারও সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসলে ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না। নিরাপত্তাহীনতার অজুহাতে তারা সাক্ষাৎকার দিচ্ছেন না। এতে প্রতিবেদন অসম্পূর্ণ রয়ে গেছে। তাই রোববার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার জমা নেয়া হবে।’
কলেজ ও হোস্টেল খোলার বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘তদন্ত প্রতিবেদনের সঙ্গে ক্যাম্পাস খোলার সম্পর্ক আছে। প্রতিবেদন পেলে বুধবার আমাদের অ্যাকাডেমিক মিটিং হবে। মিটিয়ে ক্যাম্পাস-হোস্টেল খোলা নিয়ে সিদ্ধান্ত হবে।’
চমেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে গত ২৯ অক্টোবর রাতে ও ৩০ অক্টোবর সকালে দুই দফায় সংঘর্ষ হয়।
৩০ অক্টোবর সকালের সংঘর্ষে আহত হন মাহাদী আকিব, মাহফুজুল হক ও নাইমুল ইসলাম। তাদের মধ্যে আকিব নওফেলের অনুসারী ও বাকি দুজন নাছির উদ্দীনের।
সংঘর্ষের জেরে ৩০ অক্টোবর সন্ধ্যায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যাতেই শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় ও চকবাজার থানায় দুটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।