বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারাগারে হাতাহাতি, ২ কারারক্ষী ‘আহত’

  •    
  • ২১ নভেম্বর, ২০২১ ০৮:২৮

জেল সুপার নজরুল বলেন, ‘দুপুরে হঠাৎ কয়েকজন আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তিন আসামিকে (সৈকত, কাঞ্চন ও জহুরুল) বিকেলে দিনাজপুরে পাঠানো (স্থানান্তর) হয়।’

প্রভাব বিস্তারের জেরে গাইবান্ধা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কারারক্ষীসহ ৬ জন আহত হয়েছেন বলে কারাসূত্রে জানা গেছে।

এ ঘটনায় তিন বন্দিকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেল সুপার নজরুল ইসলাম।

গাইবান্ধা জেলা কারাগারে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত কারারক্ষীরা হলেন মো. খোকন (গোয়েন্দা) ও একরামুল হক (সহকারী) কারারক্ষী। তাদের কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিশৃঙ্খলা তৈরি করায় দিনাজপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে আসামি শাদ মাহমুদ সৈকত, মো. কাঞ্চন ও মো. জহুরুলকে।

এদের মধ্যে জহুরুল মাদক মামলার আসামি এবং সৈকত ও কাঞ্চন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রকি হত্যা মামলার আসামি।

জেল সুপার নজরুল বলেন, ‘দুপুরে হঠাৎ কয়েকজন আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটলেও তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তিন আসামিকে (সৈকত, কাঞ্চন ও জহুরুল) বিকেলে দিনাজপুরে পাঠানো (স্থানান্তর) হয়।’

এ বিষয়ে জেলার আমজাদ হোসেন ডন বলেন, ‘আসামি সৈকতসহ ৭-৮ জন মিলে অন্য বন্দিদের সঙ্গে খারাপ আচরণ করে। প্রায়ই তারা প্রভাব খাটানোর চেষ্টা করে। এ নিয়ে অনেক আসামি ক্ষিপ্ত ছিল।’

এর জেরেই উত্তেজনা শুরু হয় বলে তিনি জানান। তবে কেউ আহত হননি বলে তিনি দাবি করেছেন।

এ বিভাগের আরো খবর