রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ইসিবি চত্বরে নির্মাণাধীন এক ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মো. সাকিব নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
২৩ বছর বয়সী সাকিবের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বসুনিয়া গ্রামে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। সেখানে দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের সহকর্মী লেবু মিয়া বলেন, ‘সকালে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের কাজ করছিলেন সাকিব। কলামে শাটার লাগানোর সময় শাটারসহ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।’
তিনি বলেন, ‘আমরা বর্তমানে ওই ভবনেই থাকতাম।’
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ক্যান্টনমেন্ট থেকে ভবন থেকে পড়া শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে।’