নারায়ণগঞ্জের কাঁচপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নুরুন্নবী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সংঘর্ষকবলিত পিকআপের চালক।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় চালক নুরুন্নবীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিকআপচালকের সহকারী সজিব হোসেন বলেন, ‘আমরা সোনারগাঁয়ের দিক থেকে ঢাকায় আসার পথে কাঁচপুর ইপিজেড এলাকায় এলে গাড়ির ব্রেক ফেল করে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচপুর ব্রিজের ঢালে অপেক্ষমাণ একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওস্তাদের মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। অল্পের জন্য আমি রক্ষা পাই। ওস্তাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে ডাক্তার তাকে মৃত বলে জানান। ওস্তাদের ঠিকানা আমার জানা নেই।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।