নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার বন্ধু।
উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারে বাংলাবাজার-পেশকারহাট আঞ্চলিক সড়কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থীর নাম মো. ইব্রাহীম অপু। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক মুন্সি বাড়ির বেলাল হোসেনর ছেলে। স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে। আহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন।
তিনি জানান, শুক্রবার বিকেলে অপু ও তার এক বন্ধু মোটরসাইকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় অপু। আহত হয় তার বন্ধু।
তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য আরও জানান, খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে এখনও কোনো খবর আসেনি।’