মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পাল্টে পুরুষ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয় করার দাবি জানিয়েছে জাতীয় পুরুষ সংস্থা।
আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে এমন দাবি জানায় সংস্থাটি।
সংস্থার সভাপতি জসিম উদ্দিন রাজা বলেন, মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয় করতে হবে। মিথ্যা মামলা প্রমাণ হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের।
তিনি আরও বলেন, ‘মোহরানার নামে অতিরিক্ত মোহর ধার্য করা বন্ধ করা, স্বামীর অধীনে না থেকে খোরপোষ আদায় বন্ধ করা, জাতীয় পুরুষ কমিশন গঠন করা, পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নজর দেয়া, পুরুষের প্রতি সকল ধরনের বৈষম্যমূলক কর্মকাণ্ড বন্ধ করে সকল পুরুষ সংগঠনকে মন্ত্রণালয়ের অধিভুক্ত করতে হবে।’
মানববন্ধনে বক্তারা সব পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করাসহ নারী নির্যাতন দমন আইন সংশোধন করে যুগোপযোগী করার দাবি জানান।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পুরুষ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম, উপদেষ্টা মো. অলক চৌধুরীসহ আরও অনেকে।
ডিআরইউতে আলোচনা সভা
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
এতে একাধিক বক্তা বলেন, যে ইতিবাচক ভূমিকা পুরুষ রেখে চলেছে পরিবারে, সমাজে তথা সারা বিশ্বে, এ দিবস তারই স্বীকৃতিস্বরূপ।
সভায় এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান বলেন, ‘যেসব মহাপুরুষ যুগে যুগে এই মানবসভ্যতা বিনির্মাণে আত্মত্যাগ করে গেছেন, এই দিবস তাদেরকে স্মরণ করে। আমরা চাই সমাজে যেন কোনো পুরুষ নির্যাতনের শিকার না হয়।’
তিনি আরও বলেন, ‘এই দিবস পুরুষের কল্যাণার্থে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং সমাজে পুরুষ নির্যাতন বন্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’