কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিতরা।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেন।
এতে বক্তব্য দেন আহ্বায়ক পদপ্রত্যাশী রাকিবুল ইসলাম রাব্বি, সদস্যসচিব পদপ্রত্যাশী নাহিদুল ইসলাম রুপল, রোকনুজ্জামান রাসেল, আশরাফুল ইসলাম অনিক, সাগির কোরাইশি, আহমেদ হাসান আশরাফি অভিক। উপস্থিত ছিলেন ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী ।
রাকিবুল ইসলাম রাব্বি বলেন, কমিটির সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ ১১ জনই বিবাহিত। তাদের মধ্যে কেউ কেউ চাকরিজীবী। অনেকেরই ছাত্রত্ব নেই, থাকেন ঢাকায়। আন্দোলন-সংগ্রামসহ দলের কোনো কর্মকাণ্ডে তাদের কখনও দেখা যায়নি।
অর্থের বিনিময়ে এমন পকেট কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ছাত্রদল নেতা রাকিবুল জানান, গত বছরের ২৫ নভেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়। প্রায় এক বছর পর কোনো যোগাযোগ ছাড়াই কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে ১৭ নভেম্বর আহ্বায়ক কমিটি অনুমোদন করিয়েছেন। এটি তার পকেট কমিটি।
ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, জেলা কমিটিতে ২০০৩ সালে এসএসসি পাস করা ছাত্রদের দিয়ে কমিটি গঠনের নির্দেশনা থাকলেও ২০১০ সালে এসএসসি পাস জুনিয়র ছাত্রদের দিয়ে আহ্বায়ক কমিটি হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে রাকিবুলসহ অন্যরা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
রাকিবুল জানান, এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে।
১৭ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসন শ্যামল ৩১ সদস্যের কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
এতে মোস্তাফিজুর রহমান রাব্বিকে আহ্বায়ক এবং খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সদস্যসচিব করা হয়েছে।