পটুয়াখালীতে মহিলা দলের সম্মেলনে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
সম্মেলন চলাকালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পৌর যুবদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শহরের সেন্টারপাড়ার বধুয়া কমিউনিটি সেন্টারে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পৌর যুবদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জানান, অতিথিদের ফুল দিয়ে বরণ করার সিরিয়াল নিয়ে জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক ভিপি শাহিনের সঙ্গে পৌর যুবদলের আহ্বায়ক আকরাম শিকদারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ পরে তাদের ওপর লাঠিচার্জ করে বলে নেতাকর্মীরা অভিযোগ করেন।
এ ঘটনায় অভি, অপু ও সজল নামের তিনজন আহত হন।
বধুয়া কমিউনিটি সেন্টারের বাইরে প্রায় আধা ঘণ্টা ধরে দফায় দফায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহিন মিয়া নিউজবাংলাকে বলেন, ‘জুনিয়ররা যদি সিনিয়রদের সম্মান করতে না শেখে তাহলে এ ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।’
পৌর যুবদলের আহ্বায়ক আকরাম শিকদার বলেন, ‘এত বড় অনুষ্ঠানে পোলাপানের মধ্যে টুকিটাকি কিছু হওয়া কোনো বিষয় না।’
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা দুই পক্ষের লোকজনকে সরিয়ে দিয়েছি। তবে তাদের ওপর লাঠিচার্জ করিনি।’
পুলিশের এই কর্মকর্তা জানান, সড়ক থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়ার পর মহিলা দলের সম্মেলন পুনরায় শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় মহিলা দলের আহ্বায়ক জীবা আমিনা আল গাজী।
জেলা মহিলা দলের সম্পাদক জেসমিন জাফর ও সাংগঠনিক সম্পাদক ফারজানা রুমার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ শ্রমজীবী মানুষকে না খেয়ে মারার প্ল্যান করছে। প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। এমনকি শেষমেষ জ্বালানি তেলের দামও বাড়িয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে হলে আমাদের সকলককে সম্মিলিতভাবে রাজপথে নামতে হবে। তাহলেই এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করা সম্ভব।’
তবে সম্মেলনের শুরুতে ঘটে যাওয়া হট্টগোলের বিষয়ে বক্তারা কোনো মন্তব্য করেননি।
সম্মেলন শেষে আফরোজা বেগম সীমাকে সভাপতি এবং ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।