সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। অটোরিকশায় এ সময় আর কোনো যাত্রী ছিলেন না।
শহরের মিরপুর কাটা ওয়াপদা মোড়ে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী নিহত হাশেম আলীর বাড়ি সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামে।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাশেম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাশেমের মৃত্যু হয়।
এএসআই বলেন, ‘আমরা মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি থানায় নেয়া হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করব।’