বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হারানো বিড়াল পেতে জার্মান নারীর ফ্লাইট মিস

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৮:২৮

প্রিয় বিড়ালকে খুঁজতে তাহিরপুরে বাসা ভাড়া নিয়ে থেকে যান জার্মানির জুলিয়া। নানা চেষ্টায়ও সেটি ফিরে না পেয়ে বিষণ্ণ মনে দেশে ফিরে যাচ্ছিলেন জুলিয়া। তার ফ্লাইট ছিল মঙ্গলবার সকালে। তবে লিওকে পাওয়া গেছে শুনে ফ্লাইট মিস দিয়ে তিনি তাহিরপুর ছুটে যান। লিওকে ফিরে পাওয়ার ছবি সকাল থেকেই ভাইরাল ফেসবুকে।

জার্মান থেকে বাংলাদেশ ঘুরতে এসেছিলেন জুলিয়া ওয়াসিমান। সঙ্গে ছিল তার বিড়াল লিও। দেড় মাস আগে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে যান তিনি। সেখানে হারিয়ে ফেলেন লিওকে।

প্রিয় বিড়ালকে খুঁজতে তাহিরপুরে বাসা ভাড়া নিয়ে থেকে যান তিনি। নানা চেষ্টায়ও সেটি ফিরে না পেয়ে বিষণ্ণ মনে দেশে ফিরে যাচ্ছিলেন জুলিয়া। তার ফ্লাইট ছিল মঙ্গলবার সকালে।

তবে সোমবার খবর পান, লিওকে পাওয়া গেছে। ফ্লাইট বাতিল করে তিনি মঙ্গলবার ভোরেই ছুটে গিয়েছেন তাহিরপুরে। লিওকে কোলে নিয়ে আবেগাপ্লুত হন তিনি। সে ছবি সকাল থেকেই ভাইরাল ফেসবুকে।

লিওকে কোলে তুলে জুলিয়া বলেন, ‘আমি আনন্দিত। কারণ লিওকে রেখে গেলে দেশে আমার মন বসত না। হয়ত আবারও চলে আসতাম তার খোঁজে। সবচেয়ে বড় কথা আমি লিও এর জীবন নিয়ে বা তার অবস্থান নিয়ে যে শংকায় ছিলাম তা কেটেছে।’

লিওকে হারানোর ও ফিরে পাওয়ার গল্প নিউজবাংলাকে শুনিয়েছেন জুলিয়া।

হাওরে ঘোরাঘুরির সময় লিওকে কোলে নিয়ে এই ছবি তোলেন জুলিয়া

তিনি জানান, প্রায় দেড়মাস আগে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরা শেষ করে উপজেলা সদরে ফিরছিলেন তিনি। তাহিরপুরের মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে হারিয়ে যায় লিও।

সেটি খুঁজতে এতদিন তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়া গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থেকে গিয়েছিলেন এই জার্মান নারী। লিওকে খুঁজে পেতে এলাকায় মাইকিংও করিয়েছেন তিনি। তাতে ঘোষণা দেয়া হয়েছে, লিওর সন্ধানদাতাকে পুরস্কার দেয়া হবে। এমনকি মাইকে তিনি লিওর সঙ্গে কথোপকথনের রেকর্ডিংও চালিয়েছেন।

তিনি জানান, লিও হয়ত তার কণ্ঠ শুনে ফিরে আসতে পারে; তাই রেকর্ডিং চালিয়েছেন।

তবে লিওকে পাওয়া যায়নি কোথাও। দেশে ফিরে যাওয়ার সময়ও তার ঘনিয়ে আসে। মঙ্গলবার সকালে তার ফিরতি ফ্লাইট। তাই ভাঙা মনেই গত রোববার ঢাকা আসেন জুলিয়া। হঠাৎ সোমবার রাতে তাহিরপুরের কয়েক যুবক তাকে ফোন দিয়ে জানান, লিওকে পাওয়া গেছে। ভিডিও কলে দেখে লিওকে শনাক্ত করেন জুলিয়া।

ফিরতি ফ্লাইট বাতিল করে মঙ্গলবার ভোরে তিনি ছুটে যান তাহিরপুরের রায়পাড়ায়; কোলে তুলে নেন লিওকে। বিড়াল ও মনিবের পুনর্মিলনের দৃশ্য ছুঁয়ে যায় সেখানকার লোকজনের মন।

স্থানীয়দের কৃতজ্ঞতা জানিয়ে লিওকে নিয়ে মঙ্গলবারই ঢাকা ফেরেন জুলিয়া।

স্থানীয় যুবকরা জুলিয়া ও লিওর স্মৃতি ধরে রাখতে ক্যামেরাবন্দি করেন এই দৃশ্য

লিওকে খুঁজে পাওয়া যুবক জয় রায় জানান, পোষা বিড়ালটিকে মনিবের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি আনন্দিত। সোমবার রাত সাড়ে ৯ টায় রায়পাড়া গ্রামেই বিড়ালটিকে দেখা যায়। তিনি থানার ওসিকে খবর দেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, ‘গতকাল রাতে গ্রামবাসী বিড়ালটি ধরে আমাদের খবর দেয়। আমরা পুলিশের মাধ্যমে জার্মানের ওই নারীর একজন পরিচিত লোকাল গাইডের সঙ্গে যোগাযোগ করি। আজ সকালে বিড়ালটি তারা নিয়ে যায়। আমরা শুনেছি তিনি নাকি বিড়ালটিকে ফিরে পেতে নিজের ফ্লাইটও বাতিল করেছেন।’

স্থানীয় সাংবাদিক রাজন চন্দ্র জানান, ধরতে গেলে বিড়ালটি একাধিক লোককে কামড় দিয়েছে। সেটি আতঙ্ক থেকেই করেছে বলে মনে হয়েছে। মনিবের কোলে গিয়ে বিড়ালটি নিরাপদবোধ করছিল।

তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, একটা বিড়ালের জন্য জার্মান নারী এতদিন ধরে নানা চেষ্টা করেছেন। প্রাণীর প্রতি তার ভালোবাসায় সবাই আপ্লুত।

এ বিভাগের আরো খবর