সংবাদ প্রকাশের জেরে নিউজবাংলার যশোর জেলা প্রতিনিধি নিশাত বিজয়কে হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগটি ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হিসেবে রেকর্ড হয়নি থানায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের দাবি, মামলা হওয়ার মতো ঘটেনি; তাই মামলা রেকর্ড হয়নি।
পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেনি বলেও অভিযোগ উঠেছে।
থানায় রোববার বিকেলে মামলার আবেদন করেন নিশাত। তাতে বাঁকড়া ইউনিয়নের রাফসান ইসলামকে ১ নম্বর এবং তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে ২ নম্বর বিবাদী করার আবেদন করেছেন।
থানায় দেয়া অভিযোগে বিজয় জানান, পেশাগত কাজের সূত্রে তিনি যশোর শহরে অস্থায়ীভাবে বসবাস করেন। ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় রাফসানের গ্রেপ্তার হওয়া নিয়ে প্রতিবেদন করায় বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত। এসব মামলায় রাফসান দীর্ঘদিন জেলে ছিলেন এবং এলাকা থেকে পালিয়ে ছিলেন।
বিজয়ের অভিযোগ, রোববার সকাল ৮টার দিকে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের পুরোন বাজার এলাকায় তার চাচা শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে বিবাদীরা তাকে হুমকি দেন। বিজয়ের প্রতিবেদনের কারণে রবিউল ইসলামের রাজনৈতিক ক্ষতি হয়েছে দাবি করে রাফসান পিস্তল বের করে তার মাথায় ঠেকিয়ে হত্যাচেষ্টা করেন।
বিজয় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে একটি ফাঁকা গুলি ছুড়ে বিবাদীরা পালিয়ে যান।
তবে বাঁকড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুরজ্জামান দাবি করেন, ‘মারধর হয়নি বা অভিযুক্তরা পিস্তল বের করেনি। তবে হাতাহাতি হয়েছে।’
তদন্তের আগেই বিষয়টি কীভাবে নিশ্চিত হলো, সে ব্যাখ্যা পাওয়া যায়নি।
অন্যদিকে নিশাত বিজয়ের অভিযোগ, ‘গতকাল (রোববার) দুপুর সাড়ে তিনটায় অভিযোগ দায়ের করলেও পুলিশ রাত সাড়ে নয়টায় অভিযুক্ত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করে। তারপর রবিউল ইসলামের অনুসারী শিমুলিয়া ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ইসরায়েল হোসেন ও গ্রামের চালের ডিলার নাসিরের সাথে কথা বলে।
‘অথচ আমি অভিযোগে স্বাক্ষী হিসেবে জুয়েল ও মাসুদ হোসেনকে রাখলেও তাদের সঙ্গে কথা বলেনি বাঁকড়া ফাঁড়ি পুলিশ। ঘটনাস্থলের পাশেই শিমুলিয়া বাজারের কফি দোকানী আলমগীর হোসেনের সঙ্গেও কথা বলেনি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন বলেন, ‘বাঁকড়া ফাঁড়ি পুলিশ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি।’
বাঁকড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা বলেন, ‘অভিযুক্ত রাফসান মাদক ও অস্ত্র মামলার আসামি। জেল থেকে বেরিয়ে দীর্ঘদিন পলাতক ছিল।
‘১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে তাকে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী নিছার আলী।’
ঝিকরগাছা উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন জানান, রাফসানের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। রাফসান তার কাছ থেকেও এক লাখ টাকা চাঁদা নিয়েছেন।