বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হরিণের চামড়া-কাঁচা মাংস উদ্ধার

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ০৯:৪৮

স্টেশন কমান্ডার জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরা কারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ৭টি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীসংলগ্ন চরলাঠিমারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া ও মাংস উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড।

স্টেশন কমান্ডার পাথরঘাটা লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে রোববার রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।

এ সময় সাতটি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

স্টেশন কমান্ডার বলেন, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরা কারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা এলাকার হরিণঘাটা খালসংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালাই।

পরে রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খালের পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করা হয়।

তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর