করোনা প্রাদুর্ভাবের পর টাকা দুই বছরে কম আয় করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে।
গত জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ হয়েছে।
রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে যে প্রতিবেদন প্রকাশ করা হয়, তাতে দেখা যায় ইন্ট্রাকো এই সময়ে শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১২ পয়সা।
২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাবের পর বিধিনিষেধ দেয়ায় পর অর্থবছরের শেষ প্রান্তিকে শেয়ার প্রতি মাত্র ২ পয়সা আয় হয় ইন্ট্রাকোর। বছর শেষে আয় হয় ৫৮ পয়সা।
করোনার প্রাদুর্ভাবের পর তাৎক্ষণিকভাবে প্রায় সব কোম্পানিরই ধাক্কা লাগে। পরে নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে কোম্পানিগুলো গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কিছুটা ঘুরে দাঁড়ায়। এই অর্থবছরে এপ্রিলের শুরুতে লকডাউন দিলেও তারা আয় বাড়াতে পারে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি ৮১ পয়সা আয় করে ৮ শতাংশ বোনাস শেয়ারের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ, অর্থাৎ শেয়ার প্রতি ২০ পয়সা নগদ লভ্যাংশও ঘোষণা করে।
আয়ের পাশাপাশি কোম্পানিটির সম্পদও গত তিন মাসে খানিকটা বেড়েছে। ৩০ জুন অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ১২ টাকা ১৭ পয়সার। তিন মাসে সেটি খানিকটা বেড়ে হয়েছে ১২ টাকা ৫০ পয়সা।